menu

দারিদ্র্যে ঝরছে মেধা

এ প্লাস পেয়েও জাদিহ’র কলেজে ভর্তি অনিশ্চিত

সংবাদ :
  • প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • ঢাকা , বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
image

জাহিদ হাসান এ বছর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে জিপিএ ৫ পেয়েছে। এর আগে সে প্রাথমিক সমাপনি ও জেএসসি পরীক্ষায়ও সকল বিষয়ে জিপিএ-৫ পেয়েছিল। কিন্ত এখন অভাবের সংসারে কিভাবে কলেজে ভর্তি হয়ে লেখাপড়ার খরচ চালাবে এ নিয়ে মহাচিন্তায় পড়েছে সে। সে উপজেলার রঘুনাঘপুর গ্রামের হতদরিদ্র রিকসাচালক শাজাহান আলীর ছেলে। তার বাড়িতে গিয়ে দেখা যায়, মাটির দেয়ালের টিনের ছাউনির একটি ঝুপড়ি ঘরে জাহিদদের বসবাস। তার মা জাহানারা বেগম জানান,২ ছেলে ১ মেয়ে তার। জাহিদের ছোট অন্য দুই সন্তানও স্কুলে লেখাপড়া করে। বসতভিটের ৫ শতক জমিই তাদের সম্বল। জাহিদের বাবা সারাবছর যশোর শহরে রিকসা চালিয়ে সংসার চালান। পয়সার অভাবে ঠিকমত সন্তানদের চাহিদা মেটাতে পারেন না। এরপরও জাহিদ ভালো ফলাফল করে সকলকে খুশি করেছে। কিন্ত এখন কলেজের লেখাপড়ার খরচ যোগানো বিষয়টি ভাবিয়ে তুলছে। প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, জাহিদ ছাত্র হিসাবে বরাবরই ভালো ছিল। তার আচরণ চলাফেরা ছিল সবার থেকে ভিন্ন। আমি জাহিদকে কখনই স্কুল ফাঁকি দেয়নি।