menu

আম ছাড়াই আমের জুস : গ্রেফতার ৪

সংবাদ :
  • প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ঢাকা , বুধবার, ১৫ মে ২০১৯

সিদ্ধিরগঞ্জে আম ছাড়াই উৎপাদিত হয় আমের জুস। গত রোববার বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে সাদিয়া ফুড অ্যান্ড ভেবারেজ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ নামক ভেজাল জুসের কারখানা সীলগালা করে দেয়। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে কারখানার নকল জুস জব্দ করে। আটককৃতরা হলো প্রতিষ্ঠানটির ম্যানেজার নাজমুল আলম (৩৫), ক্যামিস্ট রাজন হোসেন শিকদার (২২), মো. বিল্লাল হোসেন (২৭) এবং এনায়েত হোসেন (৩৪)। জানা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তর পাড়া এলাকায় সাদিয়া ফুড এন্ড বেভারেজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামক একটি নকল জুস তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একটি আভিযানিক দল। এসময় প্রতিষ্ঠানটিতে উৎপাদিত প্রায় ২০ লাখ টাকার নকল জুস জব্দ করা হয়। নকল জুস তৈরির দায়ে এ সময় প্রতিষ্ঠানটির ৪জন কর্মচারিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।