menu

অর্পিত সম্পত্তিতে গৃহনির্মাণ বন্ধের দাবি

সংবাদ :
  • প্রতিনিধি, সুনামগঞ্জ
  • ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

সুনামগঞ্জে শহরের জামাইপাড়ায় অর্পিত সম্পত্তিতে গৃহনির্মাণ বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে। আবুল মনসুর মোহাম্মদ শওকত নামে এক ব্যক্তি এ আবেদন করেন।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, আবেদনে আরো উল্লেখ করা হয়, এ অর্পিত সম্পত্তি সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া মৌজায় ১৫৬৪ নম্বর এসএ খতিয়ানে এবং ১৫১৩ নম্বর দাগে ৩৬ শতক ভূমি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত। ওই অর্পিত সম্পত্তিতে স্বপন কুমার সরকার অবৈধভাবে গৃহ নির্মাণের কাজ চালিয়ে যচ্ছেন।

লিখিত অভিযোগে শওকত আরো উল্লেখ করেন, ২০১২ সালে ওই ভূমিতে জামাইপাড়া এলাকার বাসিন্দ স্বপন কুমার সরকার অবৈধভাবে গৃহ নির্মাণ শুরু করলে সদর উপজেলার ভূমি অফিস ওই ভূমিতে অবৈধভাবে গৃহ নির্মাণ বন্ধ করে নির্মাণ সামগ্রি অপসারণের জন্য নোটিশ দেয় এবং গৃহ নির্মাণ বন্ধ না করায় সদর উপজেলা ভূমি অফিস ওই স্থাপনা উচ্ছেদ করে। এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, আবেদনটি তার কাছে অসেনি। আবেদনটি দেখে ব্যবস্থা নেওয়া হবে।