menu

নারী ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে

বরিশালে জাপা ও মহিলা দলের পৃথক মানববন্ধন

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২০

ধর্ষণ, সন্ত্রাস ও লুণ্ঠনের বিরুদ্ধে বরিশালে পৃথক দুটি মানববন্ধন করেছে জাতীয় পার্টি ও জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগর জাতীয় পার্টি নগরীর সদর রোড বিবির পুকুর পাড়, উত্তর ও দক্ষিণ জেলা মহিলা দল প্রেসক্লাবের সামনে এবং মহানগর মহিলা দল নগর ভবনের সামনে এই কর্মসচি পালন করে। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস, মহানগরের সহসভাপতি রফিকুল ইসলাম গফুর, আকতার রহমান সফরু, অ্যাডভোকেট বশির আহমেদ সবুজ ও অ্যাডভেভেট আবদুল জলিলসহ অন্যরা।

দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফারহানা বিথীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা মহিলা দলের সভাপতি শায়লা শারমিন মিমু। নগর ভবনের সামনে মহানগর মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি শরীফ তাসলিমা কালাম পলির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি রুনু সরদার।