menu

কুমিল্লায়

ধর্ষণ-মাদককে লাল কার্ড প্রদর্শন করে গাছের চারা বিতরণ

সংবাদ :
  • প্রতিনিধি, কুমিল্লা
  • ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২০

লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গতকাল দুপুরে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে মাদক, বাল্যবিয়ে, ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ করেছে জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের দেবিদ্বার শাখা সভাপতি ইমরান আরেফিন ইমু, সদস্য ফয়সাল আহমেদ, মামুন, জাবেদ প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বলেন, ‘আমরা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করে আসছি। একইসঙ্গে শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্যবিয়ে, ধর্ষণকে না বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ করানো হয়। এ পর্যন্ত দেশের ৫৬টি জেলায় প্রায় ৯০ হাজার ৬৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।’