menu

শতভাগ কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে

বিজিএমইএ

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক
  • ঢাকা , রবিবার, ১১ আগস্ট ২০১৯
image

ঈদ উপলক্ষে শতভাগ পোশাক কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা করা হয়।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে ২৭৮টি কারখানার বেতন-বোনাস দেয়ার বিষয়ে ঝুঁকিতে ছিল। বিজিএমইএ এই কারখানাগুলো নিবিড়ভাবে মনিটরিং করে। এছাড়া ৪৭টি কারখানার বেতন-বোনাস বিজিএমইএ’র মাধ্যমে দেয়া হয়। বিবৃতিতে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, আমাদের জানামতে, বেতন-বোনাস দেয়া হয়নি এমন কোন কারখানা নেই। শ্রমিকরা আমাদের পরিবারের অংশ। আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে অংশ নিতে শতভাগ কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে। পাশাপাশি কারখানাগুলোও ছুটি ঘোষণা করা হয়েছে।