menu

বাতিল হচ্ছে আশুগঞ্জ পাওয়ারের আইপিও

    সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক
  • ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

সরকারি মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বন্ডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাতিল হচ্ছে।

পাবলিক ইস্যু রুলস অনুাযয়ী আইপিওতে ন্যূনতম চাঁদা গ্রহণের শর্ত পরিপালন না হওয়ায় এমনটি হতে যাচ্ছে। পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, আইপিওতে কমপক্ষে ৬৫ শতাংশ আবেদন জমার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় ওই কোম্পানির আইপিও বাতিলের বিধান রয়েছে।

আশুগঞ্জ পাওয়ারের বন্ডে গত ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এতে কোম্পানির ১০০ কোটি টাকার চাহিদার বিপরীতে ৩৫ কোটি টাকার বা ৩৫ শতাংশ আবেদন জমা পড়েছে। যাতে কোম্পানিটি পাবলিক ইস্যু রুলস অনুযায়ী আইপিওর অযোগ্য। কোম্পানিটির আইপিওতে বরাদ্দকৃত ৫০ কোটি টাকার বিপরিতে যোগ্য বিনিয়োগকারীরা প্রায় ২২ কোটি টাকার আবেদন করেছে। এছাড়া অন্য সব কোটায় ১৩ কোটি টাকার আবেদন জমা পড়েছে। এর আগে ২ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। আশুগঞ্জ পাওয়ারের প্রতিটি ৫ হাজার টাকা ইস্যু মূল্যের ২ লাখ নন-কনভার্টেবল, রিডেম্বল, কূপন বেয়ারিং বন্ড আইপিওর মাধ্যমে ইস্যু করার জন্য নির্ধারিত হয়েছিল।