menu

বাজারে ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো আরসিক্স

  • ঢাকা , বুধবার, ০৯ অক্টোবর ২০১৯
image

ডুয়াল ক্যামেরার শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ নচ ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো আরসিক্স’। ক্রিমসন ব্ল্যাক, ডার্ক ব্লু এবং টোয়াইলাইট ব্লু এই তিনটি রঙে ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট এবং অনলাইনের ই-প্লাজায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম ৯,৫৯৯ টাকা। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, এই ফোনে ব্যবহৃত হয়েছে ৬.১ ইঞ্চির এইচডি প্লাস ইউ-নচ ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা এবং পিডিএএফ প্রযুক্তির ৪পি লেন্স সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৩২ জিবি ইন্টারন্যাল মেমোরি, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ওটিএ এবং ওটিজি। ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এই ফোনে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। সংবাদ বিজ্ঞপ্তি।