menu

ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন চট্টগ্রামের ব্যবসায়ী

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক
  • ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ফ্রিজ ক্রেতাদের ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর আওতায় সম্প্রতি ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী আনিস উল আলম। আরেকজন ক্রেতা পেয়েছেন ১ লাখ টাকা।

সম্প্রতি বন্দর নগরীর আগ্রাবাদে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘কেএসটিএল এন্টারপ্রাইজ’ এর সাব-ডিলার ‘ভিআইপি ইলেকট্রনিক্স’ থেকে একটি ডিপ ফ্রিজ (ফ্রিজার) কিনেন ব্যবসায়ী আনিস উল আলম। ফ্রিজটি তিনি রেজিস্ট্রেশন করেন। এরপর ওয়ালটনের কাছ থেকে পান ১০ লাখ টাকা পাওয়ার ম্যাসেজ পান। এদিকে একই শোরুম থেকে ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে ১ লাখ টাকা পেয়েছেন একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির সিনিয়র মেডিকেল প্রোমোশনাল অফিসার ওহিদুর রহমান।

ওয়ালটনের পক্ষ থেকে নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আরিফুল আম্বিয়া বিজয়ীদের হাতে চেক তুলে দেন। সে সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিল্পপতি কাজী মনসুর উদ্দিন ও রেজাউল কবীর, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সালাউদ্দিন, কেএসটিএল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবদুল কাদের খান প্রমুখ। ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার প্রতিক্রিয়ায় ক্রেতা আনিস উল আলম বলেন, ‘খুব ভালো লাগছে। আগে বিভিন্ন কোম্পানির অফারের বিজ্ঞাপন দেখলে ভাবতাম- এগুলো সাধারণ ক্রেতারা পায় না। কোম্পানিরই পছন্দের কাউকে দেয়া হয়। তাই, ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার এসএমএস পেয়ে বিশ্বাস করিনি। এমনকি শোরুমের ম্যানেজার ফোন করে বলার পরও বিশ্বাস হয়নি। কিন্তু, যখন তারা বাসায় এসে বিষয়টি নিশ্চিত করল, তখন খুশিতে মন ভরে উঠে।

তিনি আরও বলেন, ওয়ালটন আমাদের গর্ব। এক দশক আগেও ইলেকট্রনিক্স পণ্য কেনার ক্ষেত্রে আমদানির ওপর নির্ভর করতে হতো। সে সময় অনেক ক্ষেত্রে বেশি টাকা দিয়েও মানসম্মত পণ্য পেতাম না। এখন ওয়ালটন দেশেই ইলেকট্রনিক্স পণ্য তৈরি করায় সেই আমদানি নির্ভরতা যেমন কমেছে, তেমনি সাশ্রয়ী দামে ভালো মানের পণ্য পাচ্ছি।