ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী জ¦ালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে ২টি পেট্রল পাম্পকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
গত বুধবার ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন ডিজেল পরিমাপে ১০ লিটারে ৪০ মিলি তেল কম দেয়ায় এবং মেসার্স এসআর এন্টারপ্রাইজ ১টি ডিজেল ডিসপেন্সিং মেশিনের সিল ভেঙে পরিমাপে কারচুপি পরিলক্ষিত হওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠান ২টি কে যথাক্রমে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক জনাব মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. বিল্লা হোসেন অংশগ্রহণ করেন।
গত বছর কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু তা
বিসিক চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও
গত বুধবারের মতো গতকালও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের
পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় সাধারণ কৃষক ও জুমচাষিদের সহজে