menu

ডিএসইতে ৩ মাসে সর্বোচ্চ লেনদেন

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক
  • ঢাকা , বুধবার, ১২ জুন ২০১৯
image

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৮ কার্যদিবস উত্থানে রয়েছে। এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২৫ পয়েন্ট। সূচকের উত্থানের সঙ্গে আর্থিক লেনদেনেও বড় উন্নতি হয়েছে, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। গত ২৬ মে থেকে এই উত্থানে দেখা গেছে। গতকাল পর্যন্ত টানা ৮ কার্যদিবস সূচক বেড়েছে। এ সময় ডিএসইএক্স বেড়েছে ২২৫ দশমিক ৩৮ পয়েন্ট। এর মাধ্যমে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির মধ্যে ২২৪টির বা ৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৭৫টি বা ২১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি বা ১৫ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। এদিন কোম্পানিটির ২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের ২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে বিবিএস ক্যাবলস। গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন হাউজিং, নিউ লাইন ক্লোথিংস এবং ডরিন পাওয়ার।

এদিকে গতকাল দরপতনের তালিকার শীর্ষস্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩২ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৫ হাজার ২১০টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ৩৯ হাজার টাকা। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইমাম বাটন। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪০ হাজার ৯০৬টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ১১ লাখ ৫৯ হাজার টাকা। হা-ওয়েল টেক্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৫ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭ হাজার ৫০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে ঢাকা ডায়িং, মাইডাস ফিন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, অলটেক্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসইতে ৪৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭ কোটি ১২ লাখ টাকা। সেই হিসেবে টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেন কমেছে ২৮ কোটি ১৯ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৬৮ পয়েন্টে। গতকাল সিএসইতে হাতবদল হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭১টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। গতকাল সিএসইতে শেয়ার দর বাড়ার ভিত্তিতে শীর্ষ দসে উঠে আসা কোম্পানিগুলো হলো- কাশেম ইন্ডাস্ট্রিজ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজি, মেঘনা সিমেন্ট, এমারেল্ড অয়েল, এপেক্স স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট, আইটিসি, এপেক্স ফুড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স।